বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন; ২০২৩ বিধিমালা সংশোধনের দাবিতে সংবাদ সম্মেলন

 প্রকাশিত :  ৫:২৬ মিনিট //  ২৬ ডিসেম্বর ২০২৩ 

"বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন" বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন বিধিমালা-২০২৩ সংশোধনের দাবি জানিয়েছে । বেসরকারি প্রাথমিক (বাংলা ও ইংরেজি মাধ্যম) বিদ্যালয় নিবন্ধন বিধিমালা অনুসারে আবেদন করে যারা স্মারক নম্বর পেয়েছিলেন তাদের ২০১১ বিধিমালা অনুসারেই নিবন্ধন প্রদানের দাবি জানান বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন ৷

ছবি: ভাইরাল তুহিন

২৬ ডিসেম্বর ২০২৩ রোজ: মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের সদস্যরা সংবাদ সম্মেলন শেষে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন ৷


বেসরকারি প্রাথমিক (বাংলা ও ইংরেজি মাধ্যম) বিদ্যালয় নিবন্ধন বিধিমালা, ২০১১ এর আলোকে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের অধীনে কয়েক হাজার স্কুলের নিবন্ধনের জন্য আবেদন করা হয়েছিল, একথা সংগঠনের মহাসচিব জয়নুল আবেদীন জয় লিখিত বক্তব্যে সংবাদ সম্মেলনে বলেন। কিন্তু কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান নিবন্ধন পেলেও কোনো এক অদৃশ্য কারণে সিংহভাগ শিক্ষাপ্রতিষ্ঠানই স্মারক নম্বর পাওয়ার পরও নিবন্ধনের আওতার বাইরে থেকে যায়। বারবার চেষ্টা করেও আবেদনকৃত প্রতিষ্ঠানগুলো নিবন্ধন নিতে পারেনি। এই ব্যর্থতা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বলে মনে করছি।


তিনি আরও বলেন, এখনও অধিদপ্তরে হাজার হাজার আবেদনের ফাইল পড়ে আছে। অধিদপ্তর ফাইল ছাড়ছে না, অথচ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ওপর দোষ চাপানো হচ্ছে।


সংগঠনের প্রতিষ্ঠাতা মহাসচিব জি এম জাহাঙ্গীর কবির রানা বলেন, ২০১৬ সালের আবেদনকৃত কয়েক হাজার ফাইল স্মারক নম্বর দিয়ে ফেলে রাখা হয়েছে। এসব বিষয় নিয়ে আমি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছি।
তিনি বলেন, আমাদের দাবি মেনে না নিলে, আমরা ২০১১ সালের মতো আবারো আন্দোলনে যেতে বাধ্য হব। কিন্তু ফাইল নিয়ে আমলাদের লুকোচুরি খেলার অবসান ঘটিয়ে ছাড়বো ইনশাআল্লাহ।

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন;  ২০২৩ বিধিমালা সংশোধনের দাবিতে সংবাদ সম্মেলন
// ভাইরাল তুহিন // ওয়েবসাইট থেকে খবর পেতে ফলো করে সঙ্গে থাকুন 

Comments