প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৩

মুখপোড়া হনুমান খাবার খায় রেস্টুরেন্টে ;


ছবি: ভাইরাল তুহিন

মুখপোড়া হনুমানের খিদে পেলেই ছুটে যায় রেস্টুরেন্টে  তারপর টেবিলে বসে আরাম-আয়েশ করে খাবার খেয়ে চলে যায়। গত কয়েকদিন ধরে শরীয়তপুরের জাজিরার বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে পালা করে খাবারের জন্য আসে মুখপোড়া হনুমানটি।

স্থানীয় বাসিন্দারা জানায়বেশ কয়েকদিন ধরে জাজিরার বিভিন্ন এলাকায় হনুমানটিকে ঘোরাফেরা করতে দেখা যায়। কেউ কেউ মাঝে মধ্যে হনুমানটিকে খাবার কিনে দিতেন।তবে কোথা থেকে হনুমানটি এসেছে সেটি এখনো জানা যায় নি।


ছবি: ভাইরাল তুহিন

গত সোমবার (১৮ ডিসেম্বরটিঅ্যান্ডটির মোড়ে ক্ষুধার্ত অবস্থায় ঘোরাঘুরি করতে থাকে হনুমানটি। হঠাৎ করে সড়কের পাশে থাকা হোটেল রুনা অ্যান্ড রেস্টুরেন্টে ঢুকে পড়ে হনুমানটি। তারপর নির্দিষ্ট একটি টেবিলে বসে পড়ে মুখপোড়া হনুমানটি।পরে ওই হোটেলের কর্মচারী রুটি  সবজির প্লেট দিলে খেতে শুরু করে হনুমানটি। পাঁচ মিনিটের মধ্যে টেবিলে বসে পুরো খাবার শেষ করে চলে যায়। এরপর থেকে প্রায় হনুমানটি হোটেলে এসে রুটিভাতসবজি  ডিম ভাজি খেয়ে যায়।

হোটেল রুনা অ্যান্ড রেস্টুরেন্টে মালিক সামাদ বেপারী বলেনহনুমানটি কয়েকদিন ধরেই আমাদের 
লাকায় ঘুরে বেড়াচ্ছে। সেদিন হঠাৎ করে আমার হোটেলে ঢুকে খাবার টেবিলে বসে পড়ে। আমি বুঝতে পেরেছিলাম হনুমানটি ক্ষুধার্ত। পরে আমার দোকানের কর্মচারীকে দিয়ে ভাত-সবজি খেতে দেই। খাবার শেষ করে আবার চলে যায় হনুমানটি। 

ছবি: ভাইরাল তুহিন

স্থানীয় বাসিন্দা পলাশ খান বলেন, হনুমানটি কাউকে কখনো বিরক্ত করে না। সব সময় গাছে গাছে ঘুরে বেড়ায়। হনুমানটিকে ক্ষুধা লাগলে গাছ থেকে নিচে নেমে আসে। তখন অনেকে কলা-বিস্কুটপাউরুটি খেতে দেয়। 

প্রাণীটির প্রতি স্থানীয় বাসিন্দাদের ভালোবাসা দেখে আশেপাশের সবাই ধন্যবাদ জানায়। 


Please Visit Link : viraltuhin.blogspot.com

Comments