Skip to main content

Posts

Featured

প্রকাশিত:- ১১:২৫ মিনিট    ২৭ ডিসেম্বর ২০২৩ দুটি গুলি করলেই যথেষ্ট, তোরা আমাকে চিনিস না: স্বতন্ত্র প্রার্থী আকরাম,   খুলনা-৫ ছবি: ভাইরাল তুহিন আগামী ৭ই জানুয়ারি নির্বাচনী প্রচারণায় প্রতিপক্ষের কর্মী-সমর্থকদের লক্ষ্য করে হুমকি দিয়ে, খুলনা-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী শেখ আকরাম হোসেন বলেছেন; "তোরা আমাকে চিনিস না। তোদেরকে আমি এমন কাজ করব নারান বাবু (আওয়ামী লীগ প্রার্থী নারায়ণ চন্দ্র ) কেন, তোদের বাপও ঠেকাতে পারবে না। দুটি গুলি করলেই যথেষ্ট।" গতকাল মঙ্গলবার রাতে "খুলনা-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী শেখ আকরাম হোসেন" ডুমুরিয়ার মিকশিমিল মাধ্যমিক বিদ্যালয় মাঠে পথসভায় সময় এরকম হুমকি স্বরূপ বক্তব্য দেন। শেখ আকরাম হোসেন ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান। পথসভায় বক্তব্য রাখার সময় গুলি করার হুমকি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে। ভিডিওতে দেখা যায়, বক্তব্যের এক পর্যায়ে তিনি আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দর কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে এমন হুমকি দিচ্ছেন। ছবি: ভাইরাল তুহিন শেখ আকরাম হোসেন ফুলতলা উপজ...

Latest Posts

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন; ২০২৩ বিধিমালা সংশোধনের দাবিতে সংবাদ সম্মেলন

ট্রেনে আগুন জয়পুরহাটে, বিস্তারিত জানালেন এক যাত্রী

আবার ও বাড়ল ডিমের দাম এবং ব্রয়লার মুরগি দাম ;